1-2 মরু-এলাকা ও শুকনা জমি খুশী হবে;মরুভূমি আনন্দ করবে আর ফুল ফোটাবে।বসন্তের প্রথম ফুলের মত তাতে অনেক ফুল ধরবে;মরুভূমি খুব আনন্দ করবে এবং আনন্দে চিৎকার করবে।তাকে লেবাননের গৌরব দেওয়া হবে,দেওয়া হবে কর্মিল আর শারোণের সৌন্দর্য;লোকেরা মাবুদের গৌরব দেখতে পাবে,দেখতে পাবে আমাদের আল্লাহ্র সৌন্দর্য।
3 যারা দুর্বল তাদের হাত শক্তিশালী কর;কাঁপতে থাকা হাঁটু স্থির কর।
4 যাদের দিল ভয়ে ভরা তাদের বল,“বলবান হও, ভয় কোরো না।তোমাদের আল্লাহ্ আসবেন,প্রতিশোধ নেবার ও শাস্তি দেবার জন্য আসবেন;তিনি এসে তোমাদের উদ্ধার করবেন।”
5 তখন অন্ধদের চোখ খুলে যাবে,বধিরদের কান বন্ধ থাকবে না।
6 তখন খোঁড়ারা হরিণের মত লাফাবে,বোবাদের জিভ্ আনন্দে চিৎকার করবে।মরুভূমির নীচ থেকে জোরে পানি বেরিয়ে আসবে,আর মরুভূমির নানা জায়গায় স্রোত বইবে।
7 শুকনা জমি পুকুর হবে,আর পিপাসিত মাটিতে পানির ঝর্ণা উঠবে;যেখানে শিয়ালেরা শুয়ে থাকতসেই জায়গায় জন্মাবে নল-খাগড়ার জংগল।
8 সেখানে হবে একটা রাজপথ,জ্বী, একটা পথ হবে;সেটাকে বলা হবে পবিত্রতার পথ।নাপাক লোকেরা তার উপর দিয়ে যাবে না;সেটা হবে তাদের জন্য যারা পবিত্রতার পথে চলে।অসাড়-বিবেক লোকেরা সেই পথ দিয়ে যাবে না।
9 সেখানে কোন সিংহ থাকবে না,কোন হিংস্র জন্তু সেই পথে যাবে না;সেখানে তাদের দেখা যাবে না,কিন্তু কেবল মুক্তি পাওয়া লোকেরাই সেই পথে হাঁটবে,
10 আর মাবুদের মুক্ত করা লোকেরাই ফিরে আসবে।তারা আনন্দে কাওয়ালী গাইতে গাইতে সিয়োনে ঢুকবে;তাদের মাথার তাজ হবে চিরস্থায়ী আনন্দ।তারা খুশী ও আনন্দে পূর্ণ হবে,আর দুঃখ ও দীর্ঘনিঃশ্বাস দূরে পালিয়ে যাবে।