ইশাইয়া 11:2-8 MBCL

2 তাঁর উপর থাকবেনমাবুদের রূহ্‌,জ্ঞান ও বুঝবার রূহ্‌,পরামর্শ ও শক্তির রূহ্‌,বুদ্ধি ও মাবুদের প্রতি ভয়ের রূহ্‌।

3 তিনি মাবুদের প্রতি ভয়ে আনন্দিত হবেন।তিনি চোখে যা দেখবেন তা দিয়ে বিচার করবেন না,কিংবা কানে যা শুনবেন তা দিয়ে মীমাংসা করবেন না;

4 কিন্তু অভাবীদের প্রতি ন্যায়বিচার করবেন,আর দুনিয়ার গরীবদের ব্যাপার সততার সংগে মীমাংসা করবেন।লাঠির মত করে তিনি মুখের কথায় দুনিয়াকে আঘাত করবেন,আর দুষ্টদের হত্যা করবেন তাঁর মুখের শ্বাসে।

5 সততা হবে তাঁর কোমর-বাঁধনিআর বিশ্বস্ততা হবে তাঁর কোমরে জড়াবার পটি।

6 নেকড়েবাঘ ভেড়ার বাচ্চার সংগে বাস করবে,চিতাবাঘ শুয়ে থাকবে ছাগলের বাচ্চার সংগে;গরুর বাচ্চা, যুব সিংহ ও মোটাসোটা বাছুর একসংগে থাকবে,আর ছোট ছেলে তাদের চরাবে।

7 গরু ও ভল্লুক একসংগে চরবে,আর তাদের বাচ্চারা একসংগে শুয়ে থাকবে;সিংহ গরুর মত খড় খাবে।

8 কেউটে সাপের গর্তের কাছে ছোট শিশু খেলা করবে,আর ছোট ছেলেমেয়ে বিষাক্ত সাপের গর্তে হাত দেবে।