ইশাইয়া 11:6-12 MBCL

6 নেকড়েবাঘ ভেড়ার বাচ্চার সংগে বাস করবে,চিতাবাঘ শুয়ে থাকবে ছাগলের বাচ্চার সংগে;গরুর বাচ্চা, যুব সিংহ ও মোটাসোটা বাছুর একসংগে থাকবে,আর ছোট ছেলে তাদের চরাবে।

7 গরু ও ভল্লুক একসংগে চরবে,আর তাদের বাচ্চারা একসংগে শুয়ে থাকবে;সিংহ গরুর মত খড় খাবে।

8 কেউটে সাপের গর্তের কাছে ছোট শিশু খেলা করবে,আর ছোট ছেলেমেয়ে বিষাক্ত সাপের গর্তে হাত দেবে।

9 আমার পবিত্র পাহাড়ের কোন জায়গায়কেউ ক্ষতিও করবে না, ধ্বংসও করবে না,কারণ সমুদ্র যেমন পানিতে পরিপূর্ণ থাকেতেমনি মাবুদের বিষয়ে জ্ঞানে দুনিয়া পরিপূর্ণ হবে।

10 সেই দিন ইয়াসিরের মূল সব জাতির জন্য নিশানের মত হয়ে দাঁড়াবেন; সব জাতি তাঁর কাছে জমায়েত হবে এবং তাঁর বিশ্রামের স্থান গৌরবময় হবে।

11 সেই দিন দীন-দুনিয়ার মালিক তাঁর বেঁচে থাকা বান্দাদের আশেরিয়া থেকে, মিসর ও পথ্রোষ থেকে, ইথিওপিয়া, ইলাম, ব্যাবিলন, হামা ও দ্বীপগুলো থেকে উদ্ধার করে আনবার জন্য দ্বিতীয়বার তাঁর হাত বাড়িয়ে দেবেন।

12 তিনি জাতিদের জন্য একটা নিশান তুলবেন আর বিদেশে বন্দী থাকা বনি-ইসরাইলদের জমায়েত করবেন; এহুদার ছড়িয়ে থাকা লোকদের তিনি দুনিয়ার চারদিক থেকে একত্র করবেন।