6 তবুও কিছু শস্য পড়ে থাকবে। যেমন করে জলপাই গাছ ঝাড়া হলে পর উপরের ডালগুলোতে দু’তিনটা জলপাই থেকে যায় আর যে ডালে বেশী ফল ধরে সেখানে চার-পাঁচটা ফল থেকে যায়, তাদের অবস্থা তেমনই হবে।” ইসরাইলের মাবুদ আল্লাহ্ এই কথা বলছেন।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইশাইয়া 17
প্রেক্ষাপটে ইশাইয়া 17:6 দেখুন