ইশাইয়া 26:1-7 MBCL

1 সেই দিন এহুদা দেশে এই কাওয়ালীটি গাওয়া হবে:আমাদের একটা শক্ত শহর আছে;আল্লাহ্‌র দেওয়া উদ্ধার হবে তার দেয়াল ও রক্ষার ব্যবস্থা।

2 তোমরা দরজা খুলে দাওযাতে সৎ ও বিশ্বস্ত সেই জাতি ঢুকতে পারে।

3 যার মন তোমার উপর স্থির আছেতাকে তুমি পূর্ণ শান্তিতে রাখবে,কারণ সে তোমার উপর ভরসা করে।

4 তোমরা চিরদিনের জন্য মাবুদের উপর ভরসা কর,কারণ মাবুদ, সেই মাবুদই চিরস্থায়ী আশ্রয়-পাহাড়।

5 যারা উঁচুতে বাস করে তাদের তিনি নীচুতে নামান;সেই উঁচু শহরকে তিনি ধ্বংস করে নীচু করেন।তিনি তা মাটিতে, এমন কি, ধুলায় মিশিয়ে দেন।

6 অত্যাচারিত ও গরীবেরা তা পায়ে মাড়ায়।

7 আল্লাহ্‌ভক্ত লোকদের পথ সমান থাকে;হে ন্যায়বান, তুমি আল্লাহ্‌ভক্তদের পথ সমান করে থাক।