13 হে আল্লাহ্, আমাদের মাবুদ,তুমি ছাড়া অন্য মালিকেরাও আমাদের উপর কর্তা হয়েছিল,কিন্তু কেবল তোমাকেই আমরা স্বীকার করি।
14 তারা এখন মরে গেছে, আর বেঁচে নেই;তাদের রূহ্গুলো আর বেঁচে উঠবে না।তুমি তাদের শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছ;তাদের বিষয় তুমি একেবারে মুছে ফেলেছ।
15 হে মাবুদ, তুমি এই জাতিকে বড় করেছ;এই জাতিকে বড় করে তুমি গৌরব লাভ করেছ;তুমি দেশের সমস্ত সীমা বাড়িয়ে দিয়েছ।
16 হে মাবুদ, কষ্টের সময় তারা তোমাকে দেখেছিল;তোমার কাছ থেকে শাস্তি পাবার সময়তারা আকুল হয়ে ফিস্ ফিস্ করে মুনাজাত জানিয়েছিল।
17 গর্ভবতী স্ত্রীলোক প্রসবের সময়যেমন ব্যথায় মোচড়ায় ও চিৎকার করে,হে মাবুদ, আমরাও তোমার সামনে তেমনই হয়েছি।
18 আমরা গর্ভবতী হয়েছি, ব্যথায় মোচড় দিয়েছি,কিন্তু আমরা জন্ম দিয়েছি বাতাসের।আমাদের দ্বারা দেশ রক্ষা পায় নি,দুনিয়ার লোকও আমাদের দ্বারা জীবন পায় নি।
19 কিন্তু তোমার মৃত বান্দারা বাঁচবে;তাদের মৃতদেহ বেঁচে উঠবে।তোমরা যারা ধুলায় বাস কর,তোমরা জাগো এবং আনন্দে চিৎকার কর।সকালের শিশির যেমন দুনিয়াকে সতেজ করেতেমনি তুমি মৃতদের জীবন দেবে।