9 রাতে আমার প্রাণ তোমার জন্য কাঁদে;আমার রূহ্ তোমার জন্য আকুল হয়।দুনিয়াতে তোমার ন্যায়বিচার আসলে পরদুনিয়ার লোক সততা শিক্ষা পাবে।
10 দুষ্টদের দয়া দেখানো হলেওতারা সততা শিক্ষা করে না;এমন কি, ন্যায়ের দেশেও তারা অন্যায় করতে থাকেআর মাবুদের গৌরব স্বীকার করে না।
11 হে মাবুদ, তোমার হাত তুমি উঁচুতে উঠিয়েছ,কিন্তু তারা তা দেখে না।তোমার বান্দাদের জন্য তোমার আগ্রহতারা দেখুক এবং লজ্জিত হোক;আগুন তোমার শত্রুদের পুড়িয়ে ফেলুক।
12 হে মাবুদ, আমাদের জন্য তুমি শান্তি স্থাপন করবে;কারণ আমরা যা করতে পেরেছিতা সবই তুমি আমাদের জন্য করেছ।
13 হে আল্লাহ্, আমাদের মাবুদ,তুমি ছাড়া অন্য মালিকেরাও আমাদের উপর কর্তা হয়েছিল,কিন্তু কেবল তোমাকেই আমরা স্বীকার করি।
14 তারা এখন মরে গেছে, আর বেঁচে নেই;তাদের রূহ্গুলো আর বেঁচে উঠবে না।তুমি তাদের শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছ;তাদের বিষয় তুমি একেবারে মুছে ফেলেছ।
15 হে মাবুদ, তুমি এই জাতিকে বড় করেছ;এই জাতিকে বড় করে তুমি গৌরব লাভ করেছ;তুমি দেশের সমস্ত সীমা বাড়িয়ে দিয়েছ।