ইশাইয়া 27:1-5 MBCL

1 সেই দিন মাবুদ তাঁর ভয়ংকর, মহান ও ক্ষমতাপূর্ণ তলোয়ার দিয়ে সেই এঁকে-বেঁকে পালিয়ে যাওয়া সাপ লিবিয়াথনকে শাস্তি দেবেন। তিনি সমুদ্রের সেই দানবকে কেটে ফেলবেন।

2 সেই দিন এই কাওয়ালী গাওয়া হবে:“তোমরা কাওয়ালী গাও সেই আংগুর ক্ষেতের বিষয় নিয়েযেখান থেকে রস পাওয়া যায়।

3 আমি মাবুদ তার দেখাশোনা করি;আমি সব সময় তাতে পানি দিই।যাতে কেউ তার ক্ষতি করতে না পারেসেজন্য দিনরাত আমি তা পাহারা দিই।

4 তার উপর আমার রাগ নেই।আহা, কাঁটাঝোপ ও কাঁটাবন যেন আমার বিরুদ্ধে দাঁড়ায়!তাহলে আমি তাদের পায়ে মাড়াবআর সেগুলো সবই পুুড়িয়ে দেব।

5 সেগুলো বরং আশ্রয়ের জন্য আমার কাছে আসুক;আমার সংগে শান্তি স্থাপন করুক।জ্বী, তারা আমার সংগে শান্তি স্থাপন করুক।