3 আমি মাবুদ তার দেখাশোনা করি;আমি সব সময় তাতে পানি দিই।যাতে কেউ তার ক্ষতি করতে না পারেসেজন্য দিনরাত আমি তা পাহারা দিই।
4 তার উপর আমার রাগ নেই।আহা, কাঁটাঝোপ ও কাঁটাবন যেন আমার বিরুদ্ধে দাঁড়ায়!তাহলে আমি তাদের পায়ে মাড়াবআর সেগুলো সবই পুুড়িয়ে দেব।
5 সেগুলো বরং আশ্রয়ের জন্য আমার কাছে আসুক;আমার সংগে শান্তি স্থাপন করুক।জ্বী, তারা আমার সংগে শান্তি স্থাপন করুক।
6 আগামী দিনগুলোতে ইয়াকুব শিকড় বসাবে,ইসরাইল কুঁড়ি ধরিয়ে ফুল ফোটাবেআর ফল দিয়ে সারা দুনিয়া ভরিয়ে দেবে।”
7 ইসরাইলের আঘাতকারীদের যেমন মাবুদ আঘাত করেছেন তেমনি করে তিনি ইসরাইলকে আঘাত করেন নি; যারা তাকে হত্যা করেছে তাদের মত করে তিনি তাকে হত্যা করেন নি।
8 তিনি বিচার করে তাকে বের করে দিয়েছেন, কিন্তু তাতে পাওনার অতিরিক্ত শাস্তি দেওয়া হয় নি; পূর্বের বাতাসের মত করে তাঁর ভীষণ ঝাপটায় তিনি তাকে তাড়িয়ে বের করে দিয়েছেন।
9 এর মধ্য দিয়ে ইয়াকুবের গুনাহের দেনা পরিশোধ করা হবে, কিন্তু তার সব গুনাহ্ দূর করবার আগে চুনা পাথরের মত করে সে তার বেদীর সব পাথর চুরমার করবে; কোন আশেরা-খুঁটি বা ধূপ-বেদী থাকবে না।