16 তোমরা মাবুদের কিতাবে তালাশ করে দেখ ও তেলাওয়াত কর। সেখানে লেখা আছে- এদের একটাও হারিয়ে যাবে না, একটারও সংগিনীর অভাব হবে না; কারণ আমার মুখ দিয়ে মাবুদ সেই হুকুম দিয়েছেন, আর তাঁর রূহ্ তাদের একসংগে জড়ো করবেন।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইশাইয়া 34
প্রেক্ষাপটে ইশাইয়া 34:16 দেখুন