1 তোমাদের আল্লাহ্ বলছেন, “আমার বান্দাদের সান্ত্বনা দাও,সান্ত্বনা দাও।
2 জেরুজালেমের লোকদের সংগে নরমভাবে কথা বল,আর তাদের কাছে এই কথা ঘোষণা কর যে,তাদের দুঃখ-কষ্ট শেষ হয়েছে,তাদের গুনাহের মাফ হয়েছে,তাদের সব গুনাহের ফলতারা মাবুদের হাত থেকে পুরোপুরিই পেয়েছে।”
3 একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে,“তোমরা মরুভূমিতে মাবুদের পথ ঠিক কর;মরুভূমিতে আমাদের আল্লাহ্র জন্যএকটা রাস্তা সোজা কর।
4 প্রত্যেক উপত্যকা ভরা হবে,পাহাড়-পর্বত সমান করা হবে,পাহাড়ী জায়গা সমতল করা হবে,আর অসমান জমি সমান করা হবে।