ইশাইয়া 40:18-24 MBCL

18 তবে কার সংগে তোমরা আল্লাহ্‌র তুলনা করবে?তুলনা করবে কিসের সংগে?

19 কারিগরেরা ছাঁচে ঢেলে মূর্তি বানায়;স্বর্ণকার তা সোনা দিয়ে মোড়েআর তার জন্য রূপার শিকল তৈরী করে।

20 গরীব লোক মূর্তি তৈরী করবার জন্যযে কাঠ পচবে না সেই কাঠই বেছে নেয়।যা টলবে না এমন মূর্তি তৈরীর জন্যসে একজন পাকা কারিগরের খোঁজ করে।

21 তোমরা কি জান না?তোমরা কি শোন নি?প্রথম থেকেই কি তোমাদের সে কথা বলা হয় নি?দুনিয়া স্থাপনের সময় থেকে কি তোমরা বোঝ নি?

22 দুনিয়ার গোল আসমানের উপরেতিনিই সিংহাসনে বসে আছেন,দুনিয়ার লোকেরা ফড়িংয়ের মত।চাঁদোয়ার মত করে তিনি আসমানকে বিছিয়ে দিয়েছেন,বাস করবার তাম্বুর মত করে তা খাটিয়ে দিয়েছেন।

23 তিনি বাদশাহ্‌দের ক্ষমতাশূন্য করেনআর এই দুনিয়ার শাসনকর্তাদের অসার জিনিসের মত করেন।

24 যেই তাদের লাগানো হয়,যেই তাদের বোনা হয়,যেই তারা মাটিতে শিকড় বসায়,অমনি তিনি তাদের উপর ফুঁ দেন আর তারা শুকিয়ে যায়;একটা ঘূর্ণিবাতাস নাড়ার মত করে তাদের উড়িয়ে নিয়ে যায়।