5 তখন মাবুদের গৌরব প্রকাশিত হবে,আর সমস্ত মানুষ তা একসংগে দেখবে;মাবুদই এই সব কথা বলেছেন।”
6 একজনের কণ্ঠস্বর বলছে, “ঘোষণা কর।”আমি বললাম, “আমি কি ঘোষণা করব?”“সব মানুষই ঘাসের মত,ঘাসের ফুলের মতই তাদের সব সৌন্দর্য।
7 ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে যায়,কারণ মাবুদের নিঃশ্বাস সেগুলোর উপর দিয়ে বয়ে যায়।সত্যিই মানুষ ঘাসের মত।
8 ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে যায়,কিন্তু আমাদের আল্লাহ্র কালাম চিরকাল থাকে।”
9 হে সিয়োন, সুসংবাদ আনছ যে তুমি,তুমি উঁচু পাহাড়ে গিয়ে ওঠো।হে জেরুজালেম, সুসংবাদ আনছ যে তুমি,তুমি জোরে চিৎকার কর,চিৎকার কর, ভয় কোরো না;এহুদার শহরগুলোকে বল,“এই তো তোমাদের আল্লাহ্!”
10 দেখ, আল্লাহ্ মালিক শক্তির সংগে আসছেন,তাঁর শক্তিশালী হাত তাঁর হয়ে রাজত্ব করছে।দেখ, পুরস্কার তাঁর সংগে আছে,তাঁর পাওনা তাঁর কাছেই আছে।
11 তিনি রাখালের মত করে তাঁর ভেড়ার পাল চরাবেন,ভেড়ার বাচ্চাগুলো তিনি হাতে তুলে নেবেনআর কোলে করে তাদের বয়ে নিয়ে যাবেন;বাচ্চা আছে এমন ভেড়ীদের তিনিআস্তে আস্তে চালিয়ে নিয়ে যাবেন।