ইশাইয়া 42:11-17 MBCL

11 মরুভূমি ও তার শহরগুলো জোরে জোরে প্রশংসা করুক;কায়দারীয়দের গ্রামগুলোও তা করুক,শেলার লোকেরা আনন্দে কাওয়ালী করুক,পাহাড়ের চূড়াগুলো থেকে আনন্দে চিৎকার করুক।

12 তারা মাবুদের গৌরব করুক;দূরের দেশগুলোর মধ্যে তাঁর প্রশংসা ঘোষণা করুক।

13 একজন শক্তিশালী লোকের মত করেমাবুদ বের হয়ে আসবেন;তিনি যোদ্ধার মত তাঁর আগ্রহকে উত্তেজিত করবেন;তিনি চিৎকার করে যুদ্ধের হাঁক দেবেনআর শত্রুদের উপর জয়ী হবেন।

14 “আমি মাবুদ অনেক দিন চুপ করে ছিলাম; আমি শান্ত থেকে নিজেকে দমন করে রেখেছিলাম। কিন্তু এখন প্রসবকারিণী স্ত্রীলোকের মত আমি চিৎকার করছি, শ্বাস টানছি ও হাঁপাচ্ছি।

15 আমি পাহাড়-পর্বতগুলো গাছপালাহীন করব আর সেখানকার সমস্ত গাছপালা শুকিয়ে ফেলব; আমি নদীগুলোকে দ্বীপ বানাব আর পুকুরগুলো শুকিয়ে ফেলব।

16 আমি অন্ধদের তাদের অজানা রাস্তা দিয়ে নিয়ে যাব, যে পথ তারা জানে না সেই পথে তাদের চালাব। তাদের আগে আগে আমি অন্ধকারকে আলো করব আর অসমান জায়গাকে সমান করে দেব। এ সবই আমি করব, নিশ্চয়ই করব।

17 কিন্তু যারা খোদাই করা মূর্তির উপর ভরসা করে, যারা ছাঁচে ঢালা মূর্তিগুলোকে বলে, ‘তোমরা আমাদের দেবতা,’ আমি তাদের ভীষণ লজ্জায় ফেলে ফিরিয়ে দেব।