ইশাইয়া 42:7-13 MBCL

7 তুমি অন্ধদের চোখ খুলে দেবে, জেলখানা থেকে বন্দীদের মুক্ত করবে আর সেখানকার অন্ধকার গর্তে রাখা লোকদের বের করে আনবে।

8 “আমি মাবুদ, এ-ই আমার নাম। আমি অন্যকে আমার গৌরব কিংবা মূর্তিকে আমার পাওনা প্রশংসা পেতে দেব না।

9 দেখ, আগেকার ঘটনাগুলো ঘটে গেছে আর এখন আমি নতুন ঘটনার কথা ঘোষণা করব; সেগুলো ঘটবার আগেই তোমাদের কাছে তা জানাচ্ছি।”

10 হে সাগরে চলাচলকারীরা, সাগরের মধ্যেকার সব প্রাণী,হে দূরের দেশগুলো আর তার মধ্যেকার বাসিন্দারা,তোমরা সবাই মাবুদের উদ্দেশে একটা নতুন কাওয়ালী গাও,দুনিয়ার শেষ সীমা থেকে তাঁর প্রশংসার কাওয়ালী গাও।

11 মরুভূমি ও তার শহরগুলো জোরে জোরে প্রশংসা করুক;কায়দারীয়দের গ্রামগুলোও তা করুক,শেলার লোকেরা আনন্দে কাওয়ালী করুক,পাহাড়ের চূড়াগুলো থেকে আনন্দে চিৎকার করুক।

12 তারা মাবুদের গৌরব করুক;দূরের দেশগুলোর মধ্যে তাঁর প্রশংসা ঘোষণা করুক।

13 একজন শক্তিশালী লোকের মত করেমাবুদ বের হয়ে আসবেন;তিনি যোদ্ধার মত তাঁর আগ্রহকে উত্তেজিত করবেন;তিনি চিৎকার করে যুদ্ধের হাঁক দেবেনআর শত্রুদের উপর জয়ী হবেন।