1 আমাদের দেওয়া খবরে কে বিশ্বাস করেছে?কার কাছেই বা মাবুদের শক্তিশালী হাত প্রকাশিত হয়েছেন?
2 তিনি তাঁর সামনে নরম চারার মত,শুকনা মাটিতে লাগানো গাছের মত বড় হলেন।তাঁর এমন সৌন্দর্য বা জাঁকজমক নেই যে,তাঁর দিকে আমরা ফিরে তাকাই;তাঁর চেহারাও এমন নয় যে, আমাদের আকর্ষণ করতে পারে।
3 লোকে তাঁকে ঘৃণা করেছে ও অগ্রাহ্য করেছে;তিনি যন্ত্রণা ভোগ করেছেন এবং রোগের সংগে তাঁর পরিচয় ছিল।লোকে যাকে দেখলে মুখ ফিরায় তিনি তার মত হয়েছেন;লোকে তাঁকে ঘৃণা করেছে এবং আমরা তাঁকে সম্মান করি নি।
4 সত্যি, তিনিই আমাদের সব রোগ তুলে নিয়েছেনআর আমাদের যন্ত্রণা বহন করেছেন;কিন্তু আমরা ভেবেছি আল্লাহ্ তাঁকে আঘাত করেছেন,তাঁকে মেরেছেন ও কষ্ট দিয়েছেন।
5 আমাদের গুনাহের জন্যই তাঁকে বিদ্ধ করা হয়েছে;আমাদের অন্যায়ের জন্য তাঁকে চুরমার করা হয়েছে।যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছেসেই শাস্তি তাঁকেই দেওয়া হয়েছে;তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি।