9 “আমার কাছে এটা নূহের দিনের মত লাগছে। আমি যেমন কসম খেয়েছিলাম যে, নূহের সময়কার পানির মত পানি আর কখনও দুনিয়া ঢেকে ফেলবে না, তেমনি এই কসমও খেয়েছি যে, তোমার উপর রাগ করব না, তোমাকে আর কখনও বকুনি দেব না।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইশাইয়া 54
প্রেক্ষাপটে ইশাইয়া 54:9 দেখুন