ইশাইয়া 9:1-5 MBCL

1 কিন্তু যারা আগে কষ্টের মধ্যে ছিল তাদের জন্য অন্ধকার আর থাকবে না। আগেকার দিনে আল্লাহ্‌ সবূলূন ও নপ্তালি এলাকাকে নীচু করেছিলেন, কিন্তু ভবিষ্যতে সমুদ্রের কিনারার রাস্তা থেকে ধরে জর্ডান নদীর পূর্ব পারের এলাকা পর্যন্ত অ-ইহুদীদের গালীলকে তিনি সম্মানিত করবেন।

2 যে লোকেরা অন্ধকারে চলে তারা মহা নূর দেখতে পাবে;যারা ঘন অন্ধকারের দেশে বাস করেতাদের উপর সেই নূর জ্বলবে।

3 তুমি সেই জাতিকে বড় করবেআর বাড়িয়ে দেবে তাদের আনন্দ;ফসল কাটার সময় লোকে যেমন আমোদ করে,লুটের মাল ভাগের সময় যেমন আনন্দ করে,তেমনি করেই তারা তোমার সামনে আনন্দ করবে।

4 মাদিয়ানের হেরে যাওয়ার দিনে যেমন তুমি করেছিলে,তেমনি করেই তুমি চুরমার করে দেবেসেই জোয়াল, যা তাদের উপর ভার হয়ে আছে,সেই লাঠি, যা তাদের আঘাত করে,সেই জাতি, যে তাদের উপর জুলুম করে।

5 যুদ্ধ করতে আসা প্রত্যেকজন যোদ্ধার জুতা,রক্তে ভেজা প্রত্যেকটি পোশাক আগুনে পুড়িয়ে দেওয়া হবে।