3 অনেক জাতির লোক এসে বলবে,“চল, আমরা সদাপ্রভুর পাহাড়ে উঠে যাই,চল, যাকোবের ঈশ্বরের ঘরে যাই।তিনি আমাদের তাঁর পথ সম্বন্ধে শিক্ষা দেবেনআর আমরা তাঁর পথে চলব।”তারা এই কথা বলবে, কারণ সিয়োন থেকে নির্দেশ দেওয়া হবেআর যিরূশালেম থেকে বের হবে সদাপ্রভুর বাক্য।
4 তিনি জাতিদের মধ্যে বিচার করে দেবেন;অনেক দেশের লোকদের মধ্যে আপোষ-মীমাংসা করবেন।তারা তাদের তলোয়ার ভেংগে লাংগলের ফাল গড়বেআর বর্শা ভেংগে গড়বে ডাল ছাঁটবার ছুরি।এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তলোয়ার উঠাবে না;তারা আর যুদ্ধ করতে শিখবে না।
5 হে যাকোবের বংশধরেরা, এস;চল, আমরা সদাপ্রভুর আলোতে চলাফেরা করি।
6 তুমি তো তোমার লোকদের, অর্থাৎ যাকোবের বংশধরদের ত্যাগ করেছ। তারা পূর্ব দিকের দেশগুলোর কুসংস্কার দিয়ে পূর্ণ হয়েছে; তারা পলেষ্টীয়দের মত মায়াবিদ্যার অভ্যাস করেছে এবং ভিন্ন জাতিদের সংগে হাতে হাত মিলিয়েছে।
7 তাদের দেশ সোনা ও রূপায় ভরা, তাদের ধন-সম্পদের শেষ নেই। তাদের দেশ ঘোড়ায় পরিপূর্ণ আর তাদের রথও অসংখ্য।
8 এছাড়া তাদের দেশ প্রতিমায় পূর্ণ হয়েছে। তাদের হাতে তৈরী জিনিসের কাছে তারা প্রণাম করে, তারা যা আংগুল দিয়ে তৈরী করেছে তার কাছেই মাথা নোয়ায়।
9 কাজেই লোকদের নত করা হবে এবং তাদের সবাইকে নীচু করা হবে। তাদের তুমি ক্ষমা কোরো না।