17 গর্ভবতী স্ত্রীলোক প্রসবের সময়যেমন ব্যথায় মোচড়ায় ও চিৎকার করে,হে সদাপ্রভু, আমরাও তোমার সামনে তেমনই হয়েছি।
18 আমরা গর্ভবতী হয়েছি, ব্যথায় মোচড় দিয়েছি,কিন্তু আমরা জন্ম দিয়েছি বাতাসের।আমাদের দ্বারা দেশ রক্ষা পায় নি,জগতের লোকও আমাদের দ্বারা জীবন পায় নি।
19 কিন্তু তোমার মৃত লোকেরা বাঁচবে;তাদের দেহ বেঁচে উঠবে।তোমরা যারা ধুলায় বাস কর,তোমরা জাগো এবং আনন্দে চিৎকার কর।সকালের শিশির যেমন পৃথিবীকে সতেজ করেতেমনি তুমি মৃতদের জীবন দেবে।
20 হে আমার লোকেরা, তোমরা যাও, তোমাদের কামরায় ঢুকে দরজা বন্ধ কর; তোমরা নিজেদের লুকিয়ে রাখ, কারণ অল্পক্ষণ পরে তাঁর ক্রোধ থেমে যাবে।
21 দেখ, জগতের লোকদের পাপের শাস্তি দেবার জন্য সদাপ্রভু তাঁর বাসস্থান থেকে বেরিয়ে আসছেন। পৃথিবীর উপরে যে রক্তপাত হয়েছে তা প্রকাশ করা হবে; মেরে ফেলা তার লোকদের আর সে লুকিয়ে রাখবে না।