6 হে ইস্রায়েলীয়েরা, তোমরা যাঁর বিরুদ্ধে এত বিদ্রোহ করেছ তাঁর কাছে ফিরে এস,
7 কারণ সেই দিন তোমরা সবাই যে সব সোনা ও রূপার মূর্তি তৈরী করে পাপ করেছ সেগুলো দূর করে দেবে।
8 সদাপ্রভু বলছেন, “মানুষের নয় এমন একটা তলোয়ারের ঘায়ে আসিরিয়া পড়ে যাবে; সেই তলোয়ার তাকে গ্রাস করবে। তার লোকেরা তলোয়ারের সামনে থেকে পালিয়ে যাবে আর তাদের যুবকদের জোর করে খাটানো হবে।
9 তাদের রাজা ভয়ে পালিয়ে যাবে; তার সেনাপতিরা পতাকা দেখে দারুণ ভয় পাবে।” সিয়োনে যাঁর আগুন আছে, আর যিরূশালেমে আছে চুলা, সেই সদাপ্রভুই এই কথা বলছেন।