22 পৃথিবীর গোল আকাশের উপরেতিনিই সিংহাসনে বসে আছেন,পৃথিবীর লোকেরা ফড়িংয়ের মত।চাঁদোয়ার মত করে তিনি আকাশকে বিছিয়ে দিয়েছেন,বাস করবার তাম্বুর মত করে তা খাটিয়ে দিয়েছেন।
23 তিনি রাজাদের ক্ষমতাশূন্য করেনআর এই জগতের শাসনকর্তাদের অসার জিনিসের মত করেন।
24 যেই তাদের লাগানো হয়,যেই তাদের বোনা হয়,যেই তারা মাটিতে শিকড় বসায়,অমনি তিনি তাদের উপর ফুঁ দেন আর তারা শুকিয়ে যায়;একটা ঘূর্ণিবাতাস নাড়ার মত করে তাদের উড়িয়ে নিয়ে যায়।
25 সেই পবিত্রজন বলছেন,“তোমরা কার সংগে আমার তুলনা করবে?কে আমার সমান?”
26 তোমরা চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে দেখ;কে ঐ সব সৃষ্টি করেছেন?তিনিই তারাগুলোকে এক এক করে বের করে এনেছেন;তিনিই তাদের প্রত্যেকের নাম ধরে ডাকেন।তাঁর মহাক্ষমতা ও মহাশক্তির জন্যতাদের একটাও হারিয়ে যায় না।
27 হে যাকোব, কেন তুমি বলছ,হে ইস্রায়েল, কেন তুমি এই নালিশ করছ,“আমার পথ সদাপ্রভুর কাছ থেকে লুকানো রয়েছে,আমার ন্যায়বিচার পাবার অধিকারআমার ঈশ্বর অগ্রাহ্য করেছেন”?
28 তোমরা কি জান না?তোমরা কি শোন নি?সদাপ্রভু, যিনি চিরকাল স্থায়ী ঈশ্বর,যিনি পৃথিবীর শেষ সীমার সৃষ্টিকর্তা,তিনি দুর্বল হন না, ক্লান্তও হন না;তাঁর বুদ্ধির গভীরতা কেউ মাপতে পারে না।