17 আমি তোমার জন্য আনব ব্রোঞ্জের বদলে সোনাআর লোহার বদলে রূপা।কাঠের বদলে আমি তোমার জন্য আনব ব্রোঞ্জআর পাথরের বদলে লোহা।আমি মংগলকে করব তোমার শাসনকর্তাআর সততাকে করব তোমার নেতা।
18 কোন অনিষ্টের কথা আর তোমার দেশে শোনা যাবে না,তোমার সীমানার মধ্যে শোনা যাবে নাকোন ধ্বংস বা বিনাশের কথা।তোমার দেয়ালগুলোর নাম হবে উদ্ধারআর তোমার ফটকগুলোর নাম হবে প্রশংসা।
19 দিনের বেলা সূর্যের আলো তোমার আর দরকার হবে না,চাঁদের উজ্জ্বলতাও তোমার লাগবে না,কারণ সদাপ্রভুই হবেন তোমার চিরস্থায়ী আলো,আর তোমার ঈশ্বরই হবেন তোমার জাঁকজমক।
20 তোমার সূর্য আর কখনও অস্ত যাবে না,তোমার চাঁদও আর ক্ষীণ হয়ে যাবে না।সদাপ্রভুই হবেন তোমার চিরস্থায়ী আলো;তোমার শোকের দিন শেষ হবে।
21 তখন তোমার সব লোকেরা সৎ হবে;তারা চিরদিনের জন্য দেশ অধিকার করবে।তারা আমার লাগানো চারা, আমার হাতের কাজ;তাদের মধ্য দিয়ে আমার জাঁকজমক প্রকাশিত হবে।
22 তোমাদের মধ্যে যে ছোট সে হাজার জন হবে,আর যে সবচেয়ে ছোট সে একটা শক্তিশালী জাতি হবে।আমি সদাপ্রভু; সময়মত আমি তা তাড়াতাড়িই করব।”