3 দুর্বল হাত সবল কর, কাঁপতে থাকা হাঁটু সুস্থির কর।
4 শংকিত লোকদেরকে বল, সাহস কর, ভয় করো না;দেখ, তোমাদের আল্লাহ্ প্রতিশোধসহ ও খোদায়ী প্রতিকারসহ আসছেন,তিনিই এসে তোমাদের নাজাত করবেন।
5 তৎকালে অন্ধদের চোখ খোলা যাবে,আর বধিরদের কান মুক্ত হবে।
6 তৎকালে খঞ্জ হরিণের মত লাফ দেবে,ও বধিরদের কণ্ঠ আনন্দগান করবে;কেননা মরুভূমিতে পানি উৎসারিত হবে,ও মরুভূমির নানা স্থানে প্রবাহিত হবে।
7 আর তপ্ত বালুকা জলাশয় হয়ে যাবে,ও শুকনো ভূমি পানির ফোয়ারায় পরিপূর্ণ হবে;শিয়ালদের নিবাসে, সেগুলো যেখানে শয়ন করতো,সেই স্থানে নল খাগ্ড়ার বন হবে।
8 আর সেই স্থানে একটি জাঙ্গাল ও রাজপথ হবে;তা পবিত্রতার পথ বলে আখ্যাত হবে;তা দিয়ে কোন নাপাক লোক যাতায়াত করবে না,কিন্তু তা ওদের জন্য হবে;সে পথে পথিকরা, অজ্ঞানেরাও পরিভ্রমণ করবে না।
9 সেখানে সিংহ থাকবে না,কোন হিংস্র জন্তু তাতে উঠবে না,সেখানে তা দেখাই যাবে না;কিন্তু মুক্তি পাওয়া লোকেরা সেই পথে চলবে;