ইশাইয়া 53 BACIB

1 আমরা যা শুনেছি, তা কে বিশ্বাস করেছে?মাবুদের বাহু কার কাছে প্রকাশিত হয়েছে?

2 কারণ তিনি তাঁর সম্মুখে চারার মতএবং শুকনো ভূমিতে উৎপন্ন মূলের মত বেড়ে উঠলেন;তাঁর এমন রূপ বা শোভা নেই যে,তাঁর প্রতি দৃষ্টিপাত করিএবং এমন আকৃতি নেই যে, তাঁকে ভালবাসি।

3 তিনি অবজ্ঞাত ও মানুষের ত্যাজ্য,ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হলেন;লোকে যা থেকে মুখ আচ্ছাদন করে,তার মত তিনি অবজ্ঞাত হলেন,আর আমরা তাঁকে মান্য করি নি।

4 সত্যি, আমাদের যাতনাগুলো তিনিই তুলে নিয়েছেন,আমাদের ব্যথাগুলো তিনি বহন করেছেন;তবু আমরা মনে করলাম,তিনি আহত, আল্লাহ্‌ কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত।

5 কিন্তু তিনি আমাদের অধর্মের জন্য বিদ্ধ,আমাদের অপরাধের জন্য চূর্ণ হলেন;আমাদের শান্তিজনক শাস্তি তাঁর উপরে বর্তিলএবং তাঁর ক্ষতগুলো দ্বারা আমাদের আরোগ্য হল।

6 আমরা সকলে ভেড়াগুলোর মত ভ্রান্ত হয়েছি,প্রত্যেকে নিজ নিজ পথের দিকে ফিরেছি;আর মাবুদ আমাদের সকলের অপরাধতাঁর উপরে বর্তিয়েছেন।

7 তিনি নির্যাতিত হলেন,তবু দুঃখভোগ স্বীকার করলেন,তিনি মুখ খুললেন না;ভেড়ার বাচ্চা যেমন হত হবার জন্য নীত হয়,ভেড়ী যেমন লোমচ্ছেদকদের সম্মুখে নীরব হয়,তেমনি তিনি মুখ খুললেন না।

8 তিনি জুলুম ও বিচার দ্বারা দূরীকৃত হলেন;তৎকালীন লোকদের মধ্যে কে এই কথা আলোচনা করলো যে,তিনি জীবিতদের দেশ থেকে উচ্ছিন্ন হলেন?আমার জাতির অধর্মের দরুনই তাঁর উপরে আঘাত পড়লো।

9 আর লোকে দুষ্টদের সঙ্গে তাঁর কবর নিরূপণ করলো,এবং মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হলেন,যদিও তিনি দৌরাত্ম করেন নি,আর তাঁর মুখে ছলনার কথা ছিল না।

10 তবুও তাঁকে চূর্ণ করতে মাবুদেরই মনোবাসনা ছিল;তিনি তাঁকে যাতনাগ্রস্ত করলেন,তাঁর প্রাণ যখন দোষ-কোরবানী করবে,তখন তিনি আপন বংশ দেখবেন, দীর্ঘায়ু হবেনএবং তাঁর হাতে মাবুদের মনোরথ সিদ্ধ হবে;

11 তিনি তাঁর প্রাণের শ্রমফল দেখবেন, তৃপ্ত হবেন;আমার ধার্মিক গোলাম নিজের জ্ঞান দিয়ে অনেককে ধার্মিক করবেন,এবং তিনিই তাদের অপরাধগুলো বহন করবেন।

12 এজন্য আমি মহানদের মধ্যে তাঁকে অংশ দেব,তিনি পরাক্রমীদের সঙ্গে লুটদ্রব্য ভাগ করবেন,কারণ তিনি মৃত্যুর জন্য তাঁর প্রাণ ঢেলে দিলেন,তিনি অধর্মীদের সঙ্গে গণিত হলেন;আর তিনিই অনেকের গুনাহের ভার তুলে নিয়েছেনএবং অধর্মীদের জন্য অনুরোধ করছেন।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66