1 দক্ষিণাঞ্চলে যেমন ঝটিকা মহাবেগে চলে, তেমনি মরুভূমি থেকে, ভয়ঙ্কর দেশ থেকে, বিপদ আসছে।
2 একটি নিদারুণ দর্শন আমাকে দেখানো হল; বেঈমান বেঈমানী করছে, বিনাশক বিনাশ করছে। হে ইলাম, উঠে যাও; হে মাদিয়া, অবরোধ কর; আমি ওর কৃত সমস্ত মাতম নিবৃত্ত করেছি।
3 এতে আমার সমস্ত কোমরে তীব্র যন্ত্রণা দেখা দিল, প্রসবকারিণীর ব্যথার মত আমার ব্যথা হল; আমি এমন নুইয়ে পড়েছি যে, শুনতে পাই না, আমি এমন ভয় পেয়েছি যে, দেখতে পাই না।
4 আমার অন্তর ধুক্ ধুক্ করছে, মহাত্রাস আমাকে ভয় ধরিয়ে দিয়েছে; আমি যে সন্ধ্যাকাল ভালবেসেছিলাম, তা তিনি আমার পক্ষে ভীতিকর করলেন।
5 টেবিল প্রস্তুত, প্রহরীরা নিযুক্ত, ভোজন-পান চলছে; হে সেনাপতিরা উঠ, নিজ নিজ ঢালে তেল লাগাও।
6 বস্তুত প্রভু আমাকে এই কথা বললেন, যাও, এক জন প্রহরী নিযুক্ত কর; সে যা কিছু দেখবে, তার সংবাদ দিক্।
7 যখন সে দল দেখে, জোড়ায় জোড়ায় ঘোড়সওয়ার, গাধার দল, উটের দল দেখে, তখন সে যথাসাধ্য সাবধানে শুনবে।
8 আর সে সিংহের মত উঁচু আওয়াজ করে বললো, হে মালিক, আমি দিনের বেলা দিনের পর দিন উঁচু পাহারা-ঘরে দাঁড়িয়ে থাকি এবং প্রতি রাত্রে নিজের পাহারা-স্থানে দণ্ডায়মান রয়েছি।
9 আর দেখ, এক দল লোক এল; ঘোড়সওয়ারা জোড়ায় জোড়ায় এল। আর সে প্রত্যুত্তর করে বললো, ‘পড়লো, ব্যাবিলন পড়লো এবং তার দেবতাদের সমস্ত খোদাই-করা মূর্তি ভেঙ্গে ভূমিসাৎ হল।’
10 হে আমার মাড়াই করা শস্য, আমার খামারের সন্তান, আমি বাহিনীগণের মাবুদের, ইসরাইলের আল্লাহ্র কাছে যা শুনেছি, তা তোমাদেরকে জানালাম।
11 দূমা বিষয়ক দৈববাণী।কেউ সেয়ীর থেকে আমাকে ডেকে বলছে, প্রহরি, রাত কত?
12 প্রহরী, রাত কত? প্রহরী বললো, সকাল আসছে এবং রাত আসছে, যদি আবার জিজ্ঞাসা করতে চাও, তবে জিজ্ঞাসা করো; ফিরে এসো।
13 আরব বিষয়ক দৈববাণী।হে দদানীয় পথিকদলগুলো, তোমরা আরবে বনের মধ্যে রাত যাপন করবে।
14 তোমরা পিপাসিত লোকদের কাছে পানি আন; হে টেমা-দেশবাসীরা, তোমরা খাদ্য নিয়ে পলাতকদের সঙ্গে সাক্ষাৎ কর।
15 কেননা তারা তলোয়ারের সম্মুখ থেকে, খোলা তলোয়ারের, বাঁকানো ধনুকের ও প্রচণ্ড যুদ্ধের সম্মুখ থেকে পালিয়ে গেল।
16 বস্তুত প্রভু আমাকে এই কথা বললেন, বেতনজীবীর বছরের মত আর এক বছরের মধ্যে কায়দারের সমস্ত প্রতাপ শেষ হয়ে যাবে;
17 আর কায়দার-বংশীয় বীরদের মধ্যে অল্প তীরন্দাজ মাত্র অবশিষ্ট থাকবে, কারণ মাবুদ, ইসরাইলের আল্লাহ্, এই কথা বলেছেন।