1 উনি কে, যিনি ইদোম থেকে আসছেন,রক্তরঞ্জিত পোশাক পরে বস্রা থেকে আসছেন?উনি কে, যিনি তাঁর পরিচ্ছদে মহিমান্বিত,তাঁর মহা শক্তিতে চলে আসছেন?‘এ আমি, যিনি ধর্মশীলতায় কথা বলেন,ও যিনি উদ্ধার করণে বলবান।’
2 আপনার কোর্তা রক্তমাখা কেন?আপনার পোশাক কুণ্ডে আঙ্গুরদলনকারীর পোশাকের মত কেন?
3 ‘আমি কুণ্ডের আঙ্গুর একাকী দলন করেছি,জাতিদের মধ্যে কেউই আমার সঙ্গে ছিল না।আমি ক্রোধে তাদেরকে দলন করলাম,ক্রুদ্ধ হয়ে তাদেরকে মাড়াই করলাম;আর তাদের রক্তের ছিটা আমার পোশাকে লাগল,আমার সমস্ত কাপড় কলঙ্কিত করলাম।
4 কেননা প্রতিশোধের দিন আমার হৃদয়ে রয়েছে,ও আমার মুক্ত লোকদের বছর আসল।
5 আমি দেখলাম, কিন্তু সহকারী কেউ ছিল না;আমি আশ্চর্য হলাম, কেননা সহায় কেউ ছিল না;তাই আমারই বাহু আমার জন্য উদ্ধার সাধন করলো,ও আমার কোপই আমাকে তুলে ধরলো।
6 আর আমি ক্রোধে জাতিদেরকে দলন করলাম,ক্রুদ্ধ হয়ে তাদেরকে মাতাল করলাম,মাটিতে তাদের রক্তপাত করলাম।’
7 আমি মাবুদের নানা রকম অটল মহব্বত ঘোষণা করবো; মাবুদ আমাদের যেসব করুণা করেছেন এবং তাঁর নানা রকম বিশ্বস্ততার মহব্বত অনুসারে ইসরাইল-কুলের যে প্রচুর মঙ্গল করেছেন, সেই অনুসারে আমি মাবুদের প্রশংসা করবো।
8 কারণ তিনি বললেন, ওরা অবশ্য আমার লোক, ওরা এমন সন্তান, যারা মিথ্যা আচরণ করবে না; এভাবে তিনি তাদের মুক্তিদাতা হলেন।
9 তাদের সকল দুঃখে তিনি দুঃখিত হতেন, তাঁর উপস্থিতির ফেরেশতা তাদেরকে উদ্ধার করতেন; তিনি তাঁর প্রেমে ও তাঁর স্নেহে তাদেরকে মুক্ত করতেন এবং পুরাকালের সমস্ত দিন তাদেরকে তুলে বহন করতেন।
10 কিন্তু তারা বিদ্রোহী হয়ে তাঁর পাক-রূহ্কে শোকাকুল করতো, তাতে তিনি ফিরে তাদের দুশমন হলেন, নিজে তাদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন।
11 তখন তাঁর লোকেরা পুরাকাল, মূসার কাল স্মরণ করে বললো, তিনি কোথায়, যিনি তাঁর পালের রক্ষকদের সহকারে তাদেরকে সমুদ্রের মধ্য দিয়ে নিয়ে এসেছিলেন? তিনি কোথায়, যিনি তাদের অন্তরে তাঁর পাক-রূহ্ রেখেছিলেন,
12 যিনি মূসার দক্ষিণে তাঁর মহিমান্বিত বাহু গমন করিয়েছিলেন, যিনি তাঁর চিরস্থায়ী নাম স্থাপনের জন্য তাদের সম্মুখে পানি দু’ভাগ করেছিলেন,
13 যিনি তাদেরকে মরুভূমিতে [ধাবমান] ঘোড়ার মত সমুদ্রের মধ্য দিয়ে গমন করিয়েছিলেন, হোঁচট খেতে দেন নি?
14 পশুপাল যেমন উপত্যকায় নেমে যায়, তেমনি মাবুদের রূহ্ তাদেরকে বিশ্রাম করিয়েছিলেন; নিজের মহিমান্বিত নাম স্থাপনের জন্য তুমি তোমার লোকদেরকে তেমনি করে নিয়ে গিয়েছিলে।
15 তুমি বেহেশত থেকে অবলোকন কর, তোমার পবিত্রতার ও তোমার মহিমার বসতি থেকে দৃষ্টিপাত কর। তোমার গভীর আগ্রহ ও তোমার বিক্রমের কাজগুলো কোথায়? আমার প্রতি তোমার অন্তরস্থ বাৎসল্যের ও তোমার স্নেহের স্বর সরিয়ে রেখেছ।
16 তুমি তো আমাদের পিতা; যদিও ইব্রাহিম আমাদেরকে জানেন না ও ইসরাইল আমাদেরকে স্বীকার করেন না, তবুও তুমি মাবুদ আমাদের পিতা, অনাদিকাল থেকে আমাদের মুক্তিদাতা, এই তোমার নাম।
17 হে মাবুদ, তুমি কেন আমাদেরকে তোমার পথ ছেড়ে ভ্রান্ত্র হতে দিচ্ছ? তোমাকে ভয় না করতে আমাদের অন্তকরণকে কেন কঠিন করছো? তুমি তোমার গোলামদের, তোমার অধিকারস্বরূপ বংশদের জন্য ফিরে এসো।
18 তোমার পবিত্র লোকেরা অল্পকালমাত্র তাদের অধিকার ভোগ করেছে; আমাদের দুশমনরা তোমার পবিত্র স্থান পদতলে দলিত করেছে।
19 তুমি যাদের উপরে কখনও কর্তৃত্ব কর নি ও তোমার নাম যাদের উপরে কীর্তিত হয় নি, আমরা তাদের সমান হয়েছি।