ইশাইয়া 55 BACIB

নাজাত গ্রহণ করার দাওয়াত

1 হে পিপাসিত সমস্ত লোক,তোমরা পানির কাছে এসো;যার টাকা নেই, আসুক;তোমরা এসো, খাদ্য ক্রয় কর, ভোজন কর;হ্যাঁ, এসো, বিনা টাকায় খাদ্য,বিনা মূল্যে আঙ্গুর-রস ও দুধ ক্রয় কর।

2 কেন অখাদ্যের জন্য টাকা খরচ করছো,যাতে তৃপ্তি নেই, তার জন্য স্ব স্ব শ্রমফল দিচ্ছ?শোন, আমার কথা শোন, উত্তম খাবার ভোজন কর,পুষ্টিকর দ্রব্যে তোমাদের প্রাণ আপ্যায়িত হোক।

3 কান দাও, আমার কাছে এসো;শোন, তোমাদের প্রাণ সঞ্জীবিত হবে;আর আমি তোমাদের সঙ্গে একটি নিত্যস্থায়ী নিয়ম করবো,দাউদের প্রতি কৃত অটল রহম স্থির করবো।

4 দেখ, আমি তাকে জাতিদের সাক্ষী হিসেবে, জাতিদের নায়ক ও হুকুমদাতা হিসেবে নিযুক্ত করলাম।

5 দেখ, তুমি যে জাতিকে জান না, তাকে আহ্বান করবে; যে জাতি তোমাকে জানত না, সে তোমার কাছে দৌড়ে আসবে; এটা তোমার আল্লাহ্‌ মাবুদের জন্য, ইসরাইলের পবিত্রতমের হেতু ঘটবে, কেননা তিনি তোমাকে মহিমান্বিত করেছেন।

6 মাবুদের খোঁজ কর, যখন তাঁকে পাওয়া যায়,তাঁকে ডাক, যখন তিনি কাছে থাকেন;

7 দুষ্ট তার পথ, অধার্মিক তার সঙ্কল্প ত্যাগ করুক;এবং সে মাবুদের প্রতি ফিরে আসুক,তাতে তিনি তার প্রতি করুণা করবেন;আমাদের আল্লাহ্‌র প্রতি ফিরে আসুক,কেননা তিনি প্রচুররূপে মাফ করবেন।

8 কারণ মাবুদ বলেন, আমার সমস্ত সঙ্কল্প ও তোমাদের সমস্ত সঙ্কল্প এক নয় এবং তোমাদের সমস্ত পথ ও আমার সমস্ত পথ এক নয়।

9 কারণ ভূতল থেকে আসমান যত উঁচু, তোমাদের পথ থেকে আমার পথ ও তোমাদের সঙ্কল্প থেকে আমার সঙ্কল্প ততটাই উঁচু।

10 বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আসমান থেকে নেমে আসে, আর সেখানে ফিরে যায় না, কিন্তু ভূমিকে পানি দান করে ফলবতী ও অঙ্কুরিত করে এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে খাবার দেয়, আমার মুখনির্গত কালাম তেমনি হবে;

11 তা নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না, কিন্তু আমি যা ইচ্ছা করি, তা সম্পন্ন করবে এবং যে জন্য তা প্রেরণ করি, সেই বিষয়ে সিদ্ধ হবে।

12 কারণ তোমরা আনন্দ সহকারে বাইরে যাবেএবং শান্তিতে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে।পর্বত ও উপপর্বতগুলো তোমাদের সমক্ষে উচ্চৈঃস্বরে আনন্দগান করবেএবং ক্ষেতের সমস্ত গাছ হাততালি দেবে।

13 কাঁটাগাছের পরিবর্তে দেবদারু,কাঁটাঝোপের পরিবর্তে গুলমেঁদি উৎপন্ন হবে;আর তা মাবুদের কীর্তিস্বরূপ হবে,লোপহীন নিত্যস্থায়ী চিহ্ন হবে।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66