ইশাইয়া 26 BACIB

এহুদার বিজয় গজল

1 সেদিন এহুদা দেশে এই গজল গাওয়া হবে;আমাদের একটি দৃঢ় নগর আছে;তিনি উদ্ধারকে প্রাচীর ও পরিখাস্বরূপ করবেন।

2 তোমরা তোরণদ্বারগুলো মুক্ত কর,বিশ্বস্ত ধার্মিক জাতি প্রবেশ করবে।

3 যার মন তোমাতে সুস্থির,তুমি তাকে শান্তিতে, শান্তিতেই রাখবে,কেননা তোমাতেই তার নির্ভরতা।

4 তোমরা চিরকাল মাবুদের উপর নির্ভরতা রাখ;কেননা মাবুদ ইয়াহ্‌ওয়েহ্‌ই তোমাদের অনন্তকালীন শৈল।

5 কারণ তিনি উঁচুতে বসবাসকারীদেরকে, উন্নত নগরকে অবনত করেছেন; তিনি তা অবনত করেন, অবনত করে ভূমিসাৎ করেন, ধূলিশায়ী পর্যন্ত করেন।

6 লোকদের পা— দুঃখীদের ও দরিদ্রদের পা দিয়ে তা মাড়াবে।

7 ধার্মিকের পথ সরলতায়, তুমি ধার্মিকের পথ সমান করে সরল করছো।

8 হ্যাঁ, আমরা তোমার বিচার-পথেই, হে মাবুদ, তোমার অপেক্ষায় রয়েছি; আমাদের প্রাণ তোমার নামের ও তোমার স্মরণচিহ্নের আকাঙক্ষা করে।

9 রাতের বেলায় আমি প্রাণের সঙ্গে তোমার আকাঙক্ষা করেছি; হ্যাঁ, সযত্নে আমার অন্তরস্থ রূহ্‌ দ্বারা তোমার খোঁজ করবো, কেননা দুনিয়াতে তোমার বিচারগুলো প্রচলিত হলে, দুনিয়া-নিবাসীরা ধার্মিকতা শিক্ষা করবে।

10 দুষ্ট লোক কৃপা পেলেও ধার্মিকতা শেখে না; সরলতার দেশে সে অন্যায় করে, মাবুদের মহিমা দেখে না।

11 হে মাবুদ, তোমার হাত তুমি উঁচুতে উঠিয়েছ, তবু তারা দেখে না; কিন্তু তারা লোকদের পক্ষে তোমার গভীর আগ্রহ দেখবে ও লজ্জা পাবে, হ্যাঁ, আগুন তোমার বিপক্ষদেরকে পুড়িয়ে ফেলবে।

12 হে মাবুদ, তুমি আমাদের জন্য শান্তি নির্ধারণ করবে, কেননা আমাদের সমস্ত কাজই তুমি আমাদের জন্য করে আসছ।

13 হে মাবুদ, আমাদের আল্লাহ্‌, তুমি ছাড়া অন্য প্রভুরা আমাদের উপরে কর্তৃত্ব করেছিল; কিন্তু কেবল তোমারই সাহায্যে আমরা তোমার নামের ঘোষণা করবো।

14 মৃতেরা আর জীবিত হবে না, মৃতেরা আর উঠবে না; এজন্য তুমি প্রতিফল দিয়ে ওদেরকে সংহার করেছ, ওদের নাম পর্যন্ত মুছে ফেলেছ।

15 তুমি এই জাতির বৃদ্ধি করেছ, হে মাবুদ, তুমি এই জাতির বৃদ্ধি করেছ; তুমি মহিমান্বিত হয়েছ, তুমি দেশের সকল সীমা বিস্তার করেছ।

16 হে মাবুদ, সঙ্কটের সময়ে লোকেরা তোমার অপেক্ষায় ছিল, তোমা থেকে শাস্তি পাবার সময়ে মৃদু স্বরে বিনয় করতো।

17 গর্ভবতী স্ত্রী আসন্ন প্রসবকালে ব্যথা সহ্য করতে করতে যেমন কান্নাকাটি করে, হে মাবুদ, আমরা তোমার সাক্ষাতে তার মত হয়েছি।

18 আমরা গর্ভবতীর মত হয়েছি, আমরা ব্যথা সয়েছি, যেন বায়ু প্রসব করেছি; আমাদের দ্বারা দেশে রক্ষা পায় নি, দুনিয়া-নিবাসীরা ভূমিষ্ঠ হয় নি।

19 তোমার মৃতেরা জীবিত হবে, আমার মৃতদেহ বেঁচে উঠবে; হে ধূলি-নিবাসীরা, তোমরা জাগ্রত হও, আনন্দ গান কর; কেননা তোমার শিশির আলোর শিশিরের মত এবং ভূমি মৃতদেরকে ভূমিষ্ঠ করবে।

20 হে আমার জাতি, চল, তোমার অন্তরাগারে প্রবেশ কর, তোমার দ্বারগুলো রুদ্ধ কর; অল্পক্ষণ মাত্র লুকিয়ে থাক, যে পর্যন্ত ক্রোধ অতীত না হয়।

21 কেননা দেখ, মাবুদ তাঁর স্থান থেকে বের হয়েছেন, দুনিয়া-নিবাসীদের অপরাধের প্রতিফল দেবার জন্য; দুনিয়া তার উপর যে রক্তপাত হয়েছে তা প্রকাশ করবে, নিজের নিহতদেরকে আর ঢেকে রাখবে না।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66