ইশাইয়া 60 BACIB

প্রকৃত ইসরাইলের কুশল, পবিত্রতা ও সুখ

1 উঠ, আলোকিত হও, কেননা তোমার আলো উপস্থিত,মাবুদের মহিমা তোমার উপরে উদিত হল।

2 কেননা, দেখ, অন্ধকার দুনিয়াকে,ঘোর অন্ধকার জাতিদেরকে আচ্ছন্ন করছে,কিন্তু তোমার উপরে মাবুদ উদিত হবেনএবং তাঁর মহিমা তোমার উপরে দৃষ্ট হবে।

3 আর জাতিরা তোমার আলোর কাছে আগমন করবে,বাদশাহ্‌রা তোমার অরুণোদয়ের আলোর কাছে আসবে।

4 তুমি চারদিকে চোখ তুলে দেখ,ওরা সকলে একত্র হয়ে তোমার কাছে আসছে;তোমার পুত্ররা দূর থেকে আসবে,তোমার কন্যাদের কোলে করে আনা হবে।

5 তখন তুমি তা দেখে আনন্দে উজ্জ্বল হবে,তোমার অন্তর স্পন্দিত ও বিকশিত হবে;কেননা সমুদ্রের দ্রব্যরাশি তোমার দিকে ফিরিয়ে আনা যাবে,জাতিদের ঐশ্বর্য তোমার কাছে আসবে।

6 তোমাকে আবৃত করবে উটের বহর,মাদিয়ান ও ঐফার দ্রুতগামী সমস্ত উট;সাবা দেশ থেকে সকলেই আসবে;তারা সোনা ও কুন্দুরু আনবেএবং মাবুদের প্রশংসার সুসংবাদ তবলিগ করবে।

7 কায়দারের সমস্ত ভেড়ার পাল তোমার কাছে একত্রীকৃত হবে,নবায়োতের ভেড়াগুলো তোমার পরিচর্যা করবে;আমার কোরবানগাহ্‌র উপরে কোরবানী হিসেবে তাদের কবুল করা হবে,আর আমি নিজের ভূষণস্বরূপ গৃহ বিভূষিত করবো।

8 ওই কারা উড়ে আসছে,মেঘের মত, নিজ নিজ খোপের দিকে কবুতরের মত?

9 সত্যিই উপকূলগুলো আমার অপেক্ষা করবে,তর্শীশের সমস্ত জাহাজ অগ্রগামী হবে,দূর থেকে তোমার সন্তানদের আনবে,তাদের রূপা ও সোনার সঙ্গে আনবে,তোমার আল্লাহ্‌ মাবুদের নামের জন্য,ইসরাইলের পবিত্রতমের জন্য,কেননা তিনি তোমাকে মহিমান্বিত করেছেন।

10 আর বিজাতি-সন্তানেরা তোমার প্রাচীর গাঁথবে,তাদের বাদশাহ্‌রা তোমার পরিচর্যা করবে;কেননা আমি ক্রুদ্ধ হয়ে তোমাকে প্রহার করেছি,কিন্তু অনুগ্রহে তোমার প্রতি করুণা করলাম।

11 আর তোমার তোরণদ্বারগুলো সব সময় খোলা থাকবে,দিনে বা রাতে কখনও বন্ধ থাকবে না;জাতিদের ঐশ্বর্য তোমার কাছে আনা যাবে,আর তাদের বাদশাহ্‌দেরকেও সঙ্গে আনা যাবে।

12 কারণ যে জাতি বা রাজ্য তোমার গোলামী স্বীকার না করবে,তা বিনষ্ট হবে;হ্যাঁ, সেই জাতিরা নিঃশেষে ধ্বংসপ্রাপ্ত হবে।

13 লেবাননের গৌরব তোমার কাছে আসবে,দেবদারু, তিধর ও তাশূর গাছ একত্র আসবে,আমার পবিত্র স্থান বিভূষিত করার জন্য আসবে,এবং আমি আমার চরণের স্থান গৌরবান্বিত করবো।

14 আর যারা তোমাকে দুঃখ দিত,তাদের সন্তানেরা হেঁট হয়ে তোমার কাছ আসবে;এবং যারা তোমাকে হেয়জ্ঞান করতো,তারা সকলে তোমার পদতলে সেজ্‌দা করবে,আর তোমাকে বলবে, এটি মাবুদের নগরী,এটি ইসরাইলের পবিত্রতমের সিয়োন।

15 তুমি পরিত্যক্তা ও ঘৃণিতা ছিলে,তোমার মধ্য দিয়ে কেউ যাতায়াত করতো না,তার পরিবর্তে আমি তোমাকে চিরস্থায়ী গর্বের পাত্র,বহু পুরুষ পরমপরার আনন্দের পাত্র করবো।

16 আর তুমি জাতিদের দুধ পান করবে,এবং বাদশাহ্‌দের স্তন চুষবে;আর জানবে যে, আমি মাবুদই তোমার উদ্ধারকর্তা,তোমার মুক্তিদাতা, ইয়াকুবের এক বীর।

17 আমি ব্রোঞ্জের পরিবর্তে সোনা এবং লোহার পরিবর্তে রূপা আনবো,কাঠের পরিবর্তে ব্রোঞ্জ ও পাথরের পরিবর্তে লোহা আনবো;আর আমি শান্তিকে তোমার অধ্যক্ষ্য করবো,ধার্মিকতাকে তোমার শাসনকর্তা করবো।

18 আর শোনা যাবে না— তোমার দেশে উপদ্রবের কথা,তোমার সীমার মধ্যে ধ্বংস ও বিনাশের কথা;কিন্তু তুমি তোমার প্রাচীরের নাম ‘উদ্ধার’ রাখবে,তোমার তোরণদ্বারের নাম ‘প্রশংসা’ রাখবে।

আল্লাহ্‌ হলেন সিয়োনের মহিমা

19 সূর্য আর দিনে তোমার জ্যোতি হবে না,আলোর জন্য চন্দ্রও তোমাকে জ্যোৎস্না দেবে না,কিন্তু মাবুদই তোমার চিরকালের জ্যোতি হবেন,তোমার আল্লাহ্‌ই তোমার ভূষণ হবেন।

20 তোমার সূর্য আর অস্তমিত হবে না,তোমার চন্দ্র আর ডুবে যাবে না;কেননা মাবুদ তোমার চিরকালের জ্যোতি হবেনএবং তোমার শোকের দিন সমাপ্ত হবে।

21 আর তোমার লোকেরা সকলে ধার্মিক হবে,তারা চিরকালের জন্য দেশ অধিকার করবে,তারা আমার রোপিত তরুর শাখা, আমার হাতের কাজ,যেন আমার মহিমা প্রকাশিত হয়।

22 যে ছোট, সে হাজার হয়ে উঠবে,যে ক্ষুদ্র, সে বলবান জাতি হয়ে উঠবে;আমি মাবুদ যথাকালে তা দ্রুত সম্পন্ন করবো।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66