7 দুষ্ট তার পথ, অধার্মিক তার সঙ্কল্প ত্যাগ করুক;এবং সে মাবুদের প্রতি ফিরে আসুক,তাতে তিনি তার প্রতি করুণা করবেন;আমাদের আল্লাহ্র প্রতি ফিরে আসুক,কেননা তিনি প্রচুররূপে মাফ করবেন।
8 কারণ মাবুদ বলেন, আমার সমস্ত সঙ্কল্প ও তোমাদের সমস্ত সঙ্কল্প এক নয় এবং তোমাদের সমস্ত পথ ও আমার সমস্ত পথ এক নয়।
9 কারণ ভূতল থেকে আসমান যত উঁচু, তোমাদের পথ থেকে আমার পথ ও তোমাদের সঙ্কল্প থেকে আমার সঙ্কল্প ততটাই উঁচু।
10 বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আসমান থেকে নেমে আসে, আর সেখানে ফিরে যায় না, কিন্তু ভূমিকে পানি দান করে ফলবতী ও অঙ্কুরিত করে এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে খাবার দেয়, আমার মুখনির্গত কালাম তেমনি হবে;
11 তা নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না, কিন্তু আমি যা ইচ্ছা করি, তা সম্পন্ন করবে এবং যে জন্য তা প্রেরণ করি, সেই বিষয়ে সিদ্ধ হবে।
12 কারণ তোমরা আনন্দ সহকারে বাইরে যাবেএবং শান্তিতে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে।পর্বত ও উপপর্বতগুলো তোমাদের সমক্ষে উচ্চৈঃস্বরে আনন্দগান করবেএবং ক্ষেতের সমস্ত গাছ হাততালি দেবে।
13 কাঁটাগাছের পরিবর্তে দেবদারু,কাঁটাঝোপের পরিবর্তে গুলমেঁদি উৎপন্ন হবে;আর তা মাবুদের কীর্তিস্বরূপ হবে,লোপহীন নিত্যস্থায়ী চিহ্ন হবে।