18 আর শোনা যাবে না— তোমার দেশে উপদ্রবের কথা,তোমার সীমার মধ্যে ধ্বংস ও বিনাশের কথা;কিন্তু তুমি তোমার প্রাচীরের নাম ‘উদ্ধার’ রাখবে,তোমার তোরণদ্বারের নাম ‘প্রশংসা’ রাখবে।
19 সূর্য আর দিনে তোমার জ্যোতি হবে না,আলোর জন্য চন্দ্রও তোমাকে জ্যোৎস্না দেবে না,কিন্তু মাবুদই তোমার চিরকালের জ্যোতি হবেন,তোমার আল্লাহ্ই তোমার ভূষণ হবেন।
20 তোমার সূর্য আর অস্তমিত হবে না,তোমার চন্দ্র আর ডুবে যাবে না;কেননা মাবুদ তোমার চিরকালের জ্যোতি হবেনএবং তোমার শোকের দিন সমাপ্ত হবে।
21 আর তোমার লোকেরা সকলে ধার্মিক হবে,তারা চিরকালের জন্য দেশ অধিকার করবে,তারা আমার রোপিত তরুর শাখা, আমার হাতের কাজ,যেন আমার মহিমা প্রকাশিত হয়।
22 যে ছোট, সে হাজার হয়ে উঠবে,যে ক্ষুদ্র, সে বলবান জাতি হয়ে উঠবে;আমি মাবুদ যথাকালে তা দ্রুত সম্পন্ন করবো।