দ্বিতীয় বিবরণ 11:8-9 MBCL

8-9 “কাজেই যে দেশ দখল করবার জন্য তোমরা জর্ডান নদী পার হয়ে যাচ্ছ সেখানে গিয়ে যেন তা দখল করবার শক্তি পাও এবং মাবুদ তোমাদের পূর্বপুরুষ ও তাদের বংশধরদের কাছে দুধ আর মধুতে ভরা যে দেশ দেবার ওয়াদা করেছিলেন সেখানে অনেক দিন বাঁচতে পার সেইজন্য আজ আমি তোমাদের যে সব হুকুম দিচ্ছি তা পালন করবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 11

প্রেক্ষাপটে দ্বিতীয় বিবরণ 11:8-9 দেখুন