দ্বিতীয় বিবরণ 1:7 MBCL

7 এখন তোমরা ছাউনি তুলে নিয়ে আমোরীয়দের পাহাড়ী এলাকা এবং তার আশেপাশের জায়গার লোকদের কাছে যাও। তারা আরবাতে, উঁচু পাহাড়ী এলাকায়, নীচের পাহাড়ী এলাকায়, নেগেভে এবং সাগরের কিনারায় বাস করে। এই জায়গাগুলো হল কেনানীয়দের দেশ সুদ্ধ লেবানন হয়ে মহানদী ফোরাত পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 1

প্রেক্ষাপটে দ্বিতীয় বিবরণ 1:7 দেখুন