দ্বিতীয় বিবরণ 10:12-13 MBCL

12-13 “বনি-ইসরাইলরা, তোমাদের মাবুদ আল্লাহ্‌ এখন তোমাদের কাছ থেকে কি চান? তিনি কেবল চান যেন তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্‌কে ভয় কর, সব ব্যাপারে তাঁর পথে চল, তাঁকে মহব্বত কর, তোমাদের সমস্ত মনপ্রাণ দিয়ে তাঁর এবাদত কর আর তোমাদের ভালোর জন্য আজ আমি তোমাদের কাছে মাবুদের যে সব হুকুম ও নিয়ম দিচ্ছি তা পালন কর।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 10

প্রেক্ষাপটে দ্বিতীয় বিবরণ 10:12-13 দেখুন