দ্বিতীয় বিবরণ 13:5 MBCL

5 সেই নবী বা সেই স্বপ্নদেখা লোকটাকে হত্যা করতে হবে, কারণ তোমাদের মাবুদ আল্লাহ্‌, যিনি মিসর থেকে তোমাদের বের করে এনেছেন এবং সেই গোলামীর দেশ থেকে তোমাদের মুক্ত করেছেন, সে তাঁরই বিরুদ্ধে বিদ্রোহের উসকানি দিয়েছে এবং তোমাদের মাবুদ আল্লাহ্‌ যে পথে চলতে তোমাদের হুকুম দিয়েছেন সেই পথ থেকে তোমাদের ফিরাতে চেষ্টা করেছে। তোমাদের মধ্য থেকে সেই খারাপী তোমরা শেষ করে দেবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 13

প্রেক্ষাপটে দ্বিতীয় বিবরণ 13:5 দেখুন