23 তবে সকাল পর্যন্ত তার লাশ গাছে টাংগিয়ে রাখা চলবে না। সেই দিনই তাকে দাফন করে ফেলতে হবে, কারণ গাছে টাংগিয়ে রাখা লোক আল্লাহ্র বদদোয়াপ্রাপ্ত। সম্পত্তি হিসাবে যে দেশটা তোমাদের মাবুদ আল্লাহ্ তোমাদের দিতে যাচ্ছেন তা তোমরা নাপাক করবে না।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 21
প্রেক্ষাপটে দ্বিতীয় বিবরণ 21:23 দেখুন