দ্বিতীয় বিবরণ 29:20 MBCL

20 মাবুদ কখনও তাকে মাফ করতে রাজী হবেন না। সেই লোকের বিরুদ্ধে তাঁর রাগ জ্বলে উঠবে আর তাঁর অন্তরে তাঁর পাওনা এবাদতের আগ্রহ জেগে উঠবে। এই কিতাবে যে সব বদদোয়ার কথা লেখা আছে তা সবই তার উপর পড়বে। মাবুদ দুনিয়া থেকে তার নাম মুছে ফেলবেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 29

প্রেক্ষাপটে দ্বিতীয় বিবরণ 29:20 দেখুন