দ্বিতীয় বিবরণ 31:10-11 MBCL

10-11 তিনি তাঁদের হুকুম দিলেন, “প্রত্যেক সপ্তম বছরে, অর্থাৎ ঋণ মাফের বছরে যখন কুঁড়ে-ঘরের ঈদের সময় আসবে এবং সমস্ত বনি-ইসরাইল তোমাদের মাবুদ আল্লাহ্‌র সামনে উপস্থিত হবার জন্য তাঁর বেছে নেওয়া জায়গায় যাবে তখন তোমরা এই শরীয়ত তাদের তেলাওয়াত করে শোনাবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 31

প্রেক্ষাপটে দ্বিতীয় বিবরণ 31:10-11 দেখুন