দ্বিতীয় বিবরণ 31:17 MBCL

17 যেদিন তারা তা করবে সেই দিন রাগে আমি তাদের ত্যাগ করব। আমি তাদের কাছ থেকে আমার মুখ ফিরিয়ে নেব আর তারা ধ্বংস হয়ে যাবে। তখন তাদের উপর অনেক বিপদ ও দুঃখ-কষ্ট নেমে আসবে। সেই দিন তারা বলবে, ‘আমাদের আল্লাহ্‌ আমাদের সংগে নেই বলেই আমাদের উপর এই সব বিপদ এসেছে।’

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 31

প্রেক্ষাপটে দ্বিতীয় বিবরণ 31:17 দেখুন