1 হে আসমান, আমার কথায় কান দাও;হে দুনিয়া, আমার মুখের কথা শোন।
2 আমার শিক্ষা বৃষ্টির মত করে ঝরে পড়ুক,আমার কথা শিশিরের মত করে নেমে আসুক।হালকা এক পস্লা বৃষ্টির মত করেতা নতুন ঘাসের উপর ঝরে পড়ুক,আর গাছ-গাছড়ার উপরভারী বৃষ্টি হয়ে তা পড়ুক।
3 আমি মাবুদের নাম ঘোষণা করব।তোমরা আমাদের আল্লাহ্র মহিমা-কাওয়ালী গাও।
4 তিনিই আশ্রয়-পাহাড়, তাঁর কাজ নিখুঁত;তাঁর সমস্ত পথ ন্যায়ের পথ।তিনি নির্ভরযোগ্য আল্লাহ্,তিনি কোন অন্যায় করেন না;তিনি ন্যায়বান ও সৎ।
5 তাঁর প্রতি তাঁর বান্দারা জঘন্য ব্যবহার করেছে।তাদের অন্তরের কলংকের জন্যতারা আর তাঁর সন্তান নয়।তারা বেঈমান, তাদের মন সরল নয়।
6 হে অবুঝ, বুদ্ধিহীন জাতি!এমনি করেই কি তোমরা মাবুদকে শোধ দেবে?তিনি কি তোমাদের পিতা ও সৃষ্টিকর্তা নন?তিনিই তো তোমাদের সৃষ্টি করেছেন;তিনিই জাতি হিসাবে তোমাদের স্থাপন করেছেন।