দ্বিতীয় বিবরণ 32:27-33 MBCL

27 কিন্তু আমি জানতাম এতে শত্রু বড়াই করবেআর না বুঝে বলবে যে, তাদেরই জয় হয়েছে;মাবুদ এই সব কিছুই করেন নি।”

28 ইসরাইল জাতির মধ্যে ভাল বুদ্ধি দেবার লোক নেই,তাদের বিচারবুদ্ধি বলে কিছু নেই।

29 বুদ্ধি থাকলে এই কথাটা তারা বুঝত,বুঝত তাদের শেষ দশা কি হবে।

30 কি করে একজন হাজার জনকে তাড়ায়,কি করে দু’জনকে দেখে দশ হাজার পালায়,যদি না তাদের আশ্রয়-পাহাড় শত্রুদের হাতেতাদের বিকিয়ে দিয়ে থাকেন,যদি না মাবুদ শত্রুদের হাতে তাদের তুলে দিয়ে থাকেন?

31 শত্রুদের আশ্রয়-পাহাড় আমাদের আশ্রয়-পাহাড়ের মত নয়,এটা আমাদের শত্রুদেরও রায়।

32 মাবুদ বললেন, “তাদের আংগুর গাছসাদুমের আংগুর গাছ থেকেআর আমুরার ক্ষেত থেকে এসেছে।তাদের আংগুরে রয়েছে বিষ,তাদের আংগুরের থোকা তেতো।

33 তাদের আংগুর-রস হল সাপের বিষ,গোখ্‌রা সাপের ভয়ংকর বিষ।