40 আমি হাত তুলে কসম খেয়ে বলছি, আমার জীবনের কসম যে,
41 যখন আমার ঝক্ঝকে তলোয়ারে আমি শান দেব,আমার বিচারের রায়কে কাজে লাগাবার জন্য তা হাতে নেব,তখন আমার শত্রুদের আমি শাস্তি দেব,আর যারা আমাকে ঘৃণা করেতাদের যা পাওনা তা তাদের দেব।
42 মেরে ফেলা আর বন্দী লোকদের রক্ত খাইয়েআমার তীরগুলোকে আমি মাতাল করে তুলব;আমার তলোয়ার গোশ্ত খাবে,লম্বা-চুলওয়ালা শত্রুর মাথার গোশ্ত খাবে।”
43 হে সমস্ত জাতির লোকেরা,তোমরা মাবুদের বান্দাদের সংগে তাঁর প্রশংসা কর,কারণ তিনি তাঁর গোলামদের রক্তের শোধ নেবেন,তাঁর শত্রুদের শাস্তি দেবেনআর তাঁর দেশ ও তাঁর বান্দাদেরগুনাহ্ ঢাকবার ব্যবস্থা করবেন।
44 মূসা আর নূনের ছেলে ইউসা গিয়ে এই গজলের সব কথা লোকদের শোনালেন।
45-46 সমস্ত বনি-ইসরাইলদের কাছে মূসা তা বলা শেষ করে তাদের বললেন, “যে কথাগুলো তোমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে থাকবার জন্য আজ আমি তোমাদের বললাম তা তোমরা মনে গেঁথে রাখ যাতে এই শরীয়তের সব কথা যত্নের সংগে পালন করবার জন্য তোমাদের ছেলেমেয়েদের হুকুম দিতে পার।
47 তোমাদের জন্য এগুলো বাজে কথা নয়, এগুলো তোমাদের জীবন। জর্ডান নদী পার হয়ে তোমরা যে দেশ দখল করতে যাচ্ছ সেখানে এই কথাগুলো পালন করে তোমরা অনেক দিন বেঁচে থাকতে পারবে।”