1 আল্লাহ্র বান্দা মূসা ইন্তেকাল করবার আগে বনি-ইসরাইলদের এই বলে দোয়া করেছিলেন,
2 “মাবুদ তুর পাহাড় থেকে আসলেন,তিনি সেয়ীর থেকে তাদের উপর আলো দিলেন;তাঁর আলো পারণ পাহাড় থেকে ছড়িয়ে পড়ল।তিনি লক্ষ লক্ষ পবিত্র ফেরেশতাদের মাঝখান থেকে আসলেন;তাঁর ডান হাতে রয়েছে তাদের জন্য আগুন ভরা আইন।
3 “সত্যিই তিনি তাঁর নিজের বান্দাদের মহব্বত করেন।পবিত্র ফেরেশতারা তাঁর অধীনে রয়েছেন,তাঁরা সবাই তাঁর পায়ে নত হয়ে আছেন;তাঁরই কাছে তাঁরা হুকুম পান।
4 আমাদের কাছে মূসা যে শরীয়ত দিয়েছিলেন,সেটাই হল ইয়াকুব-গোষ্ঠীর ধন।