দ্বিতীয় বিবরণ 33:10-16 MBCL

10 তোমার হুকুম সে ইয়াকুবকে শিখায়,আর শরীয়ত শিখায় ইসরাইলকে।সে তোমার সামনে ধূপ জ্বালায়,তোমার কোরবানগাহের উপরে পোড়ানো-কোরবানী দেয়।

11 হে মাবুদ, তুমি তার সম্পত্তিতে দোয়া কর,তার সব কাজে তুমি খুশী হও।তুমি তার শত্রুর কোমর ভেংগে দাও;যারা তাকে ঘৃণা করে তাদের কোমর ভেংগে দাও,যেন তারা আর দাঁড়াতে না পারে।”

12 বিন্‌ইয়ামীন সম্বন্ধে তিনি বলেছিলেন,“মাবুদ যাকে মহব্বত করেনসে নিরাপদে তাঁর কাছে থাকবে;তিনি সব সময় তাকে আড়ালে রাখেন;তাঁরই পিঠের উপর তার স্থান।”

13 ইউসুফ সম্বন্ধে তিনি বলেছিলেন,“মাবুদ তার দেশকে যেন দোয়া করেনআসমানের মহামূল্য শিশির দিয়ে,মাটির নীচের পানি দিয়ে,

14 সূর্যের সেরা দান দিয়ে,মৌসুমের সেরা ফসল দিয়ে,

15 পুরানো পাহাড়ের সম্পদ দিয়ে,চিরকালের পাহাড়ের ধন দিয়ে,

16 ভরা দুনিয়ার ভাল ভাল জিনিস দিয়ে,আর জ্বলন্ত ঝোপে যিনি ছিলেন তাঁর রহমত দিয়ে।ইউসুফের মাথায় এই সব দোয়া ঝরে পড়ুক;ভাইদের মধ্যে যে মহৎ তাঁরই মাথায় ঝরে পড়ুকএই সব দোয়া।