দ্বিতীয় বিবরণ 9:4 MBCL

4 “তোমাদের মাবুদ আল্লাহ্‌ তোমাদের সামনে থেকে তাদের তাড়িয়ে দেবার পর তোমাদের কেউ যেন মনে মনে না বলে, ‘আমি ধার্মিক বলেই মাবুদ এই দেশ অধিকার করবার জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন।’ আসলে তা নয়; এই সব জাতির লোকদের খারাপীর জন্যই মাবুদ তোমাদের সামনে থেকে তাদের তাড়িয়ে দিতে যাচ্ছেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 9

প্রেক্ষাপটে দ্বিতীয় বিবরণ 9:4 দেখুন