ইশাইয়া 10:18-24 BACIB

18 আর তিনি তার বনের ও বাগানের গৌরবকে, প্রাণ ও শরীরকে, সংহার করবেন; তাতে সে রোগীর মত ক্ষয় হয়ে যাবে।

19 আর তার বনের অবশিষ্ট গাছ এমন অল্প হবে যে, বালক তা গণনা করে লিখতে পারবে।

20 সেই দিনে ইসরাইলের অবশিষ্টাংশ ও ইয়াকুব-কুলের রক্ষা পাওয়া লোকেরা নিজেদের প্রহারকারীর উপরে আর নির্ভর করবে না; কিন্তু ইসরাইলের পবিত্রতম মাবুদের উপরে সত্যিকারভাবে নির্ভর করবে।

21 অবশিষ্টাংশরা ফিরে আসবে, ইয়াকুবের অবশিষ্টাংশরা বিক্রমশালী আল্লাহ্‌র কাছে ফিরে আসবে।

22 বস্তুতঃ, হে ইসরাইল, তোমার লোকেরা সমুদ্রের বালির মত হলেও তাদের অবশিষ্টাংশরাই ফিরে আসবে; ধ্বংস নির্ধারিত, তা ধার্মিকতার বন্যাস্বরূপ হবে।

23 কেননা প্রভু, বাহিনীগণের মাবুদ, সমস্ত দুনিয়ার মধ্যে উচ্ছেদ, নির্ধারিত উচ্ছেদ, সাধন করবেন।

24 অতএব প্রভু, বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, হে আমার সিয়োন-নিবাসী লোকেরা, আসেরিয়াকে ভয় পেয়ো না; যদিও সে তোমাকে দণ্ডাঘাত করে ও তোমার বিরুদ্ধে লাঠি তোলে, যেমন মিসর করেছিল।