ইশাইয়া 11:4-10 BACIB

4 কিন্তু ধর্মশীলতায় দীনহীনদের বিচার করবেন, সরলতায় দুনিয়ার নম্রদের জন্য নিষ্পত্তি করবেন; তিনি তাঁর মুখস্থিত দণ্ড দ্বারা দুনিয়াকে আঘাত করবেন, নিজ ওষ্ঠাধরের নিশ্বাস দ্বারা অবাধ্যকে হত্যা করবেন।

5 আর ধর্মশীলতা তাঁর কোমরবন্ধনী ও বিশ্বস্ততা তাঁর কোমরে জড়াবার পটি হবে।

6 আর নেকড়ে বাঘ ভেড়ার বাচ্চার সঙ্গে একত্র বাস করবে; চিতাবাঘ ছাগলের বাচ্চার সঙ্গে শয়ন করবে; বাছুর, যুবসিংহ ও হৃষ্টপুষ্ট পশু একত্র থাকবে; এবং ক্ষুদ্র বালক তাদেরকে চালাবে।

7 গাভী ও ভল্লুকী চরবে, তাদের বাচ্চাগুলো একত্র শয়ন করবে এবং সিংহ বলদের মত বিচালি খাবে।

8 আর স্তন্যপায়ী শিশু কেউটে সাপের গর্তের উপরে খেলা করবে, যে শিশু স্তন্যপান ত্যাগ করেছে সে কালসাপের গর্তের উপরে হাত রাখবে।

9 সেসব আমার পবিত্র পর্বতের কোন স্থানে হিংসা কিংবা বিনাশ করবে না; কারণ সমুদ্র যেমন পানিতে আচ্ছন্ন, তেমনি দুনিয়া মাবুদ-বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হবে।

10 আর সেদিন এই সমস্ত ঘটবে, ইয়াসিরের মূল, যিনি লোকবৃন্দের পতাকারূপে দাঁড়ান, তাঁর কাছে জাতিরা খোঁজ করবে; আর তাঁর বিশ্রামস্থান মহিমান্বিত হবে।