ইশাইয়া 14:4-10 BACIB

4 সেদিন তুমি ব্যাবিলনের বাদশাহ্‌র বিরুদ্ধে এই প্রবাদ বলবে,আহা, জুলুমবাজ কেমন শেষ হয়েছে!অপহারিণী কেমন শেষ হয়েছে!

5 মাবুদ দুষ্টদের দণ্ড ভেঙ্গে দিয়েছেন,শাসনকর্তাদের রাজদণ্ড ভেঙ্গে ফেলেছেন।

6 সে ক্রোধে লোকদেরকে আঘাত করতো,আঘাত করতে ক্ষান্ত হত না,সে কোপে জাতিদেরকে শাসন করতো,অবিরাম তাড়না করতো।

7 সমস্ত দুনিয়া শান্ত ও সুস্থির হয়েছে,সকলে উচ্চৈঃস্বরে আনন্দগান করছে।

8 দেবদারু ও লেবাননের এরস গাছগুলোওতোমার বিষয়ে আনন্দ করে,বলে, যেদিন থেকে তুমি ভূমিসাৎ হয়েছ,আমাদের কাছে কোন কাঠুরে আসে না।

9 অধঃস্থ পাতাল তোমার জন্য বিচলিত হয়,তোমার আগমনে তোমার সম্মুখে উপস্থিত হয়;তোমার জন্য মৃতদেরকে,দুনিয়ার প্রধান সকলকে সচেতন করে,জাতিদের বাদশাহ্‌ সকলকেনিজ নিজ সিংহাসন থেকে উঠিয়েছে।

10 তারা সকলে জবাবে তোমাকে বলে,তুমিও কি আমাদের মত দুর্বল হয়ে পড়েছ?তুমিও কি আমাদের সমান হলে?