ইশাইয়া 21:8-14 BACIB

8 আর সে সিংহের মত উঁচু আওয়াজ করে বললো, হে মালিক, আমি দিনের বেলা দিনের পর দিন উঁচু পাহারা-ঘরে দাঁড়িয়ে থাকি এবং প্রতি রাত্রে নিজের পাহারা-স্থানে দণ্ডায়মান রয়েছি।

9 আর দেখ, এক দল লোক এল; ঘোড়সওয়ারা জোড়ায় জোড়ায় এল। আর সে প্রত্যুত্তর করে বললো, ‘পড়লো, ব্যাবিলন পড়লো এবং তার দেবতাদের সমস্ত খোদাই-করা মূর্তি ভেঙ্গে ভূমিসাৎ হল।’

10 হে আমার মাড়াই করা শস্য, আমার খামারের সন্তান, আমি বাহিনীগণের মাবুদের, ইসরাইলের আল্লাহ্‌র কাছে যা শুনেছি, তা তোমাদেরকে জানালাম।

11 দূমা বিষয়ক দৈববাণী।কেউ সেয়ীর থেকে আমাকে ডেকে বলছে, প্রহরি, রাত কত?

12 প্রহরী, রাত কত? প্রহরী বললো, সকাল আসছে এবং রাত আসছে, যদি আবার জিজ্ঞাসা করতে চাও, তবে জিজ্ঞাসা করো; ফিরে এসো।

13 আরব বিষয়ক দৈববাণী।হে দদানীয় পথিকদলগুলো, তোমরা আরবে বনের মধ্যে রাত যাপন করবে।

14 তোমরা পিপাসিত লোকদের কাছে পানি আন; হে টেমা-দেশবাসীরা, তোমরা খাদ্য নিয়ে পলাতকদের সঙ্গে সাক্ষাৎ কর।